ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চীনের বিকল্প হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১১:৩৩:১৪
চীনের বিকল্প হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতের একক বৃহত্তম বাজার। সম্প্রতি মার্কিন শুল্কনীতি পরিবর্তনের কারণে কিছুটা শঙ্কা তৈরি হলেও বাংলাদেশ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর ফলে তৈরি পোশাক রপ্তানিতে দেশের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের শুল্ক হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা এখন বেশি আগ্রহ দেখাচ্ছেন। চীন ও ভারতের হারানো পোশাক অর্ডারের একটি বড় অংশ বাংলাদেশে চলে আসছে। এরই প্রেক্ষিতে চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২১.৬৬%, যা মোট ৪৯৮ কোটি ডলার। শুধু জুলাই মাসেই রপ্তানি হয়েছে ৭০ কোটি ডলারের পোশাক।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)–এর হালনাগাদ পরিসংখ্যান বলছে, এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪ হাজার ৫৮০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯৬% বেশি।

OTEXA-এর তথ্যমতে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ ৩৫.৮৭%। শুধু ২০২৪ সালেই এই বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে ৭৩৪২.৮৫ মিলিয়ন ডলারের তৈরি পোশাক।

পোশাক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, চীন ও ভারতের হারানো অর্ডারের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতে পারে। ইতোমধ্যে গত ৬ থেকে ৮ মাস ধরে এর প্রভাব বাজারে দেখা যাচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানিপণ্যে ২০% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক কমে আসতে পারে বলেও আলোচনায় রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।

ভবিষ্যতে মিয়ানমার ও ভিয়েতনাম থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার বাংলাদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন,"যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। চীন ও ভারতের হারানো অর্ডার এখন বাংলাদেশে আসছে। রপ্তানি আরও বাড়বে বলেই আমরা আশা করছি। যদিও যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে কম পরিমাণে অর্ডার দিচ্ছে, তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য এটি ভালো একটি দিক।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে