ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য

২০২৫ আগস্ট ৩০ ১৫:২৫:৫৮
নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য

নিজস্ব প্রতিবেদক: "সামরিক অগ্রাস" নামক ট্রেনে অভিনব ও নাটকীয় এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেখানে এক যাত্রীকে চেতনানাশক মেশানো জুস খাইয়ে তার সর্বস্ব লুট করা হয়েছে। এই ঘটনায় আক্রান্ত যাত্রী ফুল মিয়া (৫৫) বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) ভোরে এই ঘটনাটি ঘটে। সৈয়দপুর রেলওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ছিনতাইয়ের শিকার মা-মেয়েকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে।

রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীদের সূত্রে জানা গেছে, চিরিরবন্দরের পারাঙ্গ উপজেলা কোশলী রায় (৫০) এবং তার মেয়ে রাধা রানী (২৮) দিনাজপুর থেকে সৈয়দপুরে আসছিলেন। তাদের পাশের আসনে বসা ছিলেন অভিযুক্ত ছিনতাইকারী ফুল মিয়া।

কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ফুল মিয়া ঐ মা-মেয়েকে জুস পান করতে দেন। জুস পানের কয়েক মিনিটের মধ্যেই তারা দুজন অজ্ঞান হয়ে পড়লে ফুল মিয়া তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার চেষ্টা করে।

ঐ সময় তাদের পাশের আসনে থাকা আব্দুর রহিম নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সন্দেহ হয়। তিনি বিষয়টি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন এবং বাকি অন্য যাত্রীদের সহায়তায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ফুল মিয়া প্রথমে অভিযোগ অস্বীকার করলেও তার কথায় অসংলগ্নতা পাওয়ায় যাত্রীরা তাকে সঙ্গে থাকা জুস বোতল থেকে জুস পান করতে বাধ্য করেন। জুস পানের কয়েক মিনিটের মধ্যেই ফুল মিয়া নিজেও অজ্ঞান হয়ে পড়েন এবং ট্রেনের কামরাটি পরিষ্কার হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে ট্রেন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা সৈয়দপুর স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর ফুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, "ভুক্তভোগী মা-মেয়ে এবং অভিযুক্ত ছিনতাইকারী ফুল মিয়া উভয়ই বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কারো জ্ঞান এখনো ফেরেনি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে