ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের ভয়ে কলকাতায় ব্যক্তির আত্মহত্যা!

২০২৫ আগস্ট ০৪ ১১:১৯:০৯
বাংলাদেশের ভয়ে কলকাতায় ব্যক্তির আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় দিলিপ কুমার সাহা (৬৩) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি, জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) চালু হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে—এই ভয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দিলিপ কুমার সাহা ১৯৭২ সালে বাংলাদেশের ঢাকার নবাবগঞ্জ থেকে ভারতে আসেন। তিনি দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার আনন্দপল্লি ওয়েস্টে থাকতেন এবং ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলে অবৈতনিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তার কাছে বৈধ ভোটার আইডি কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

রবিবার (৩ আগস্ট) সকালে দিলিপ সাহার ঝুলন্ত মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার স্ত্রী আরতী সাহা জানান, এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। তার ভয় ছিল, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পর বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তার কোনো আত্মীয়-স্বজন নেই।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এনআরসি আতঙ্ক থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত চলছে।

এই ঘটনার পর রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ও স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ বিশ্বাস নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতিকে দায়ী করে বলেন, "দেশ থেকে বের করে দেওয়ার ভয় একজন মানুষকে কী করতে বাধ্য করতে পারে, সেটাই আজ দেখা গেল। এনআরসির নামে কেন্দ্র যা শুরু করেছে, তা জনবিরোধী মনোভাবেরই প্রতিফলন।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে