ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক

২০২৫ আগস্ট ০৪ ০৯:২৮:২৮
ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওমর ফারুক খান। এর আগে তিনি এমডির চলতি দায়িত্বে ছিলেন।

রোববার তার নিয়োগে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মে মাসে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগে ব্যাংকের তৎকালীন এমডি মুহাম্মদ মুনিরুল মওলা বরখাস্ত হন। এরপর থেকেই মো. ওমর ফারুক খান অস্থায়ীভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

চলতি বছরের ১০ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে নিয়মিত এমডি হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠায়। ২৪ জুলাই তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগে সম্মতি দেয়।

মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ব্যাংকিং পেশায় যোগ দেন। পরে তিনি ব্যাংকের ডিএমডি পদেও ছিলেন, তবে একপর্যায়ে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এরপর তিনি এনআরবি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। ওই নতুন পর্ষদ ২০২৪ সালের সেপ্টেম্বরে ওমর ফারুক খানকে এএমডি হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে তিনি এমডির চলতি দায়িত্ব পান এবং এখন নিয়মিতভাবে এ পদে নিয়োগ পেলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন সহযোগী সদস্য এবং আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের স্বীকৃত ‘সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট’। তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, লোকাল অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, শাখা ও অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে