ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যাংক খাতের ঝুঁকি তদারকিতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

২০২৫ আগস্ট ০৪ ০৯:২১:৫৬
ব্যাংক খাতের ঝুঁকি তদারকিতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতকে ঝুঁকিনির্ভর তদারকির আওতায় আনতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’ (এসপিসিডি) নামে একটি নতুন বিভাগ চালু করেছে।

আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বিভাগ গঠন করা হয়েছে।

নতুন এই বিভাগটি আরবিএস (রিস্ক বেসড সুপারভিশন) বাস্তবায়নের জন্য নীতিনির্ধারণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, কর্মপরিকল্পনা তৈরি, বিভিন্ন স্তরে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং তদারকির নীতিমালা প্রণয়নে কাজ করবে। এর মাধ্যমে সুপারভিশন কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করে তোলা হবে।

আর্থিক খাতের দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়নেও বিভাগটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝুঁকি-সম্পর্কিত সব কার্যক্রমে তফসিলি ব্যাংক ও সংশ্লিষ্ট পক্ষদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে জারি করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে