ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

এনসিপির উত্থানে গণমাধ্যমের রহস্যময় নীরবতা

২০২৫ জুলাই ০৮ ১২:০৮:৩০
এনসিপির উত্থানে গণমাধ্যমের রহস্যময় নীরবতা

নিজস্ব প্রতিবেদক : গত পহেলা বৈশাখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায়, বিভিন্ন গণমাধ্যম যেন হুমড়ি খেয়ে পড়ে সেটি প্রচারে। সেদিন ফটোসাংবাদিকরা এমনসব ক্যামেরা এঙ্গেল বেছে নেন, যাতে জনসমাগমের সীমাবদ্ধতা আরও চোখে পড়ে। কিন্তু জুলাইয়ের শুরুতে উত্তরের এক জেলা থেকে অন্য জেলায় যখন হাজারো তরুণের ট্রাকবহর গর্জে ওঠে, রাস্তায় রাস্তায় জনস্রোত নামে—তখন সেই গণমাধ্যমগুলোর উপস্থিতি নেই বললেই চলে। প্রশ্ন উঠছে, এই ইচ্ছাকৃত নীরবতা কি সাংবাদিকতার কোনো সম্পাদনা নীতি, নাকি এটি একটি সুপরিকল্পিত ‘মিডিয়া ব্ল্যাকআউট’?

বিশ্লেষকরা বলছেন, এটি নিছক নীরবতা নয়—এটি সেই পুরনো শাসনব্যবস্থার সুবিধাভোগী একটি শ্রেণির চূড়ান্ত প্রতিরোধ। যখন সারাদেশে এক নতুন রাজনৈতিক শক্তির সূর্যোদয় ঘটছে, তখন কিছু গণমাধ্যম সেই আলোকে আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে। তারা ব্যস্ত নৃত্যনটীর ফাঁপা সাংস্কৃতিক প্রচার আর দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বাহারি জীবনধারার গল্প পরিবেশন করতে। যেন তরুণদের প্রাণবন্ত পদযাত্রা তাদের জন্য তুচ্ছ!

পেছনে ফিরে তাকালে দেখা যায়, যারা এক সময় দলবাজি ও ক্ষমতানির্ভর বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে গণতন্ত্রকে পেছনে টেনে ধরেছে—আজ তারা টেলিভিশনের টকশো কিংবা সামাজিক মাধ্যমে এনসিপির উদীয়মান তরুণদের বিরুদ্ধে মন্তব্য ছুড়ছেন। তারা একদিকে পুরনো শাসনব্যবস্থার সংস্করণকে টিকিয়ে রাখতে চান, অন্যদিকে নতুন প্রজন্মের রাজনৈতিক উত্থানকে দমন করার অপচেষ্টা করছেন।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন খেলোয়াড় হিসেবে পুরনো খেলা খেলতে আসিনি।” কিন্তু পুরনো খেলোয়াড়রা মাঠ ছাড়তে নারাজ। তারা বংশানুক্রমিক রাজনীতির ব্যর্থ ধারাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন।

এতসব প্রতিবন্ধকতার মধ্যেও হাজার হাজার তরুণ যখন রাস্তায় নামে, এক নতুন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্নে—তখন মিডিয়া ক্যামেরাগুলো রহস্যজনকভাবে অন্যদিকে মুখ ঘোরায়। অথচ যখন কোনো বিতর্কিত রাজনৈতিক নেতা ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রশ্ন তোলেন, সেই বক্তব্য সহজেই গণমাধ্যমের শিরোনাম হয়ে যায়।

প্রশ্ন উঠেছে—এই নীরবতা কি আদতে জনতার স্রোতকে থামাতে পারবে? নাকি এই নীরবতাই পুরনো ব্যবস্থার অবসানের ঘণ্টাধ্বনি হয়ে উঠবে?

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে