ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

২০২৫ জুলাই ০৮ ১২:০৪:০১
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামী বুধবার (৯ জুলাই) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি সেখানে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

দুই দিনের এই সফরে তিনি এআরএফের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক কিছু বাংলাদেশি কর্মীর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন।

সোমবার (৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,“কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত এআরএফের কর্মসূচি চলবে। আমি ৯ জুলাই ঢাকা ত্যাগ করব।”

সম্প্রতি মালয়েশিয়া সরকার এক অভিযানে উগ্রপন্থা ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই বিষয়ে উপদেষ্টার মন্তব্য ছিল,“যদি সুযোগ থাকে, মালয়েশিয়া সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।”তবে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন,“যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে সম্পূর্ণ সহযোগিতা করবে।”

ফেরত পাঠানো তিনজনের ব্যাপারে তিনি বলেন,“তাদের ফেরত পাঠানোর পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা নয়, বরং ভিসার মেয়াদ শেষ হওয়ার মতো প্রশাসনিক কারণ থাকতে পারে। বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্য চাইছি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে