ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

আ.লীগ সরকারের সঙ্গে এনসিপির হুবহু মিল

২০২৫ জুলাই ০৮ ১১:৫২:২৩
আ.লীগ সরকারের সঙ্গে এনসিপির হুবহু মিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় মিডিয়া ও গণমাধ্যম ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন,“রাষ্ট্রীয় মিডিয়া-যন্ত্র ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের হুবহু মিল রয়েছে।”

তিনি দাবি করেন, “তিনটি ঘটনায় ছাত্রদলকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, অথচ একটি রিপোর্টেও ছাত্রদলের কোনো পদধারী নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অথচ এগুলোকে ইস্যু বানিয়ে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে—যা টক শোগুলোর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।”

পাপিয়ার অভিযোগ, কিছু টেলিভিশনকে নিয়ন্ত্রণ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা অতীতের সরকারের ‘রাষ্ট্রীয় দমন-পীড়ন কৌশলের’ প্রতিচ্ছবি।

এনসিপির কাঠামো নিয়েও প্রশ্ন তুলে পাপিয়া বলেন,“এনসিপির আসলে কোনো সাংগঠনিক ভিত্তি নেই। সারা দেশে তাদের একটি পূর্ণাঙ্গ কার্যালয়ও নেই। ক্লাব বা সুপারমার্কেটের ভাড়া করা ঘর দিয়ে তারা অফিস উদ্বোধন করছে, যা প্রহসনের শামিল।”

তিনি আরও বলেন, “নিবন্ধন পেতে হলে প্রতিটি জেলা শহরে অন্তত একটি কার্যালয় থাকতে হয়—তা খোলা হোক বা বন্ধ, দপ্তরির মাধ্যমে হোক বা পিয়নের মাধ্যমে—চালু থাকা বাধ্যতামূলক। এনসিপি এ শর্ত পূরণে ব্যর্থ।”

দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের জন্য বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতিবিরোধী সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়,“বাংলাদেশকে হতে হবে রাষ্ট্রীয় সন্ত্রাস ও দলীয় প্রশাসনিক দুর্নীতিমুক্ত। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে, যার শুরু হবে পৃথক সচিবালয় গঠনের মাধ্যমে।”

তিনি বলেন, এই সংস্কারগুলো নির্বাচনের আগে হোক বা পরে—যেকোনো সময়েই সম্ভব, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে