ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

বাংলাদেশকে দারুণ খবর দিল সুইডেন

২০২৫ জুলাই ০৩ ১৫:৫৬:২৮
বাংলাদেশকে দারুণ খবর দিল সুইডেন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি ও বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে আনুমানিক ৬ কোটি ১৬ লাখ টাকা অনুদান দিচ্ছে সুইডেন সরকার।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও সুইডেন সরকারের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডির সচিব (রুটিন দায়িত্বে) ড. এ কে এম শাহাবুদ্দিন এবং সুইডেনের পক্ষে সই করেন দেশটির হেড অব ডেভেলপমেন্ট কর্পোরেশন ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মারিয়া স্ট্রিডসম্যান।

এসময় উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের কর্মকর্তাসহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, “Strengthening Capacity for Natural Resource Management and Improved Climate Resilience” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার এই অনুদান পাবে। প্রকল্পটির লক্ষ্য হলো:

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিপূর্ণ অঞ্চলের তদারকি বৃদ্ধি

বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠন

জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি

প্রকল্পটি জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে