ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ ইসলাম

২০২৫ জুলাই ০২ ২২:২১:৪৭
নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সংবিধানকে 'আওয়ামী সংবিধান' আখ্যা দিয়ে এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মৌলিক সংস্কার, নতুন সংবিধান এবং হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না এবং দেশের মানুষও সেই নির্বাচন মেনে নেবে না।

আজ বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "আমরা পরিষ্কার করে বলেছি, এত মানুষের রক্ত, এত মানুষের আত্মত্যাগের জুলাই আন্দোলন কেবল ক্ষমতার পালাবদলের জন্য আমরা মেনে নেব না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, মাফিয়াতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে হবে। হাসিনার দোসররা এসব করছে, তাদের প্রতিহত করতে হবে। মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে।"

নাহিদ ইসলাম অভিযোগ করেন, "বিগত দিনে আমরা শুনে এসেছি শুধু উন্নয়ন আর উন্নয়ন। বাস্তবে কিছুই নেই। রাজা যায়, রাজা আসে; লালমনিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না।"

তিনি তিস্তা নদীর ন্যায্য হিস্যা এবং এর পানির যথাযথ ব্যবহার নিশ্চিত না হওয়ায় পুরো উত্তরাঞ্চল অবহেলিত রয়েছে বলে উল্লেখ করেন। খুব দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু করা হবে এবং ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত সুরক্ষা করতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি। দেশের উন্নয়নে আগামী নির্বাচনে জনগণকে এনসিপির পক্ষে থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, গুম-খুন-হত্যার বিচার হয় নাই। যারা আমাদের ভাইকে পাখির মতো গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিচার হয় নাই।" তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, "যতগুলো অ্যাসাইন্টমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন, তার একটি হচ্ছে নির্বাচন। শুধু নির্বাচন দেওয়া আপনার অ্যাসাইনমেন্ট নয়। সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহম্মেদ, নাজমুল হাসান সোহাগ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ ও সদস্য ফিহাদুর রহমান দিবস।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে