ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ

২০২৫ জুলাই ০২ ২১:৪০:৫০

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে আগেই নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ সন্ধ্যায় 'সি' গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ২-২ গোলে ড্র হওয়ার ফলে বাংলাদেশ নারী ফুটবল দল গ্রুপ সেরা হিসেবে নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট।

এই বিজয় বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়। কারণ এই প্রথম তারা এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পেল। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই মর্যাদাপূর্ণ আসর।

উল্লেখ্য, ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েছিল। তবে এতদিন নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা ছিল না। সেই দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট, যা গ্রুপে সর্বোচ্চ। স্বাগতিক মিয়ানমারের রয়েছে ৩ পয়েন্ট, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের সমান এক পয়েন্ট করে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, যদি বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জেতে, তাহলেও দুই দলের সমান ৬ পয়েন্ট হবে। তবে, সে ক্ষেত্রে প্রথমে হেড টু হেড বিবেচনা করা হবে এবং যেহেতু বাংলাদেশ মিয়ানমারকে হারিয়েছে, তাই বাংলাদেশই গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। ফলে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের খেলা নিশ্চিত।

এই ঐতিহাসিক অর্জন নিঃসন্দেহে দেশের ফুটবলে, বিশেষ করে নারী ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অভূতপূর্ব উদ্দীপনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের স্বপ্ন এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এই সাফল্য শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, দেশের ফুটবলপ্রেমী সাধারণ মানুষের মধ্যেও অদম্য উৎসাহের সঞ্চার ঘটিয়েছে।

সিরাজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে