ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

সরকারি ছুটি ঘোষণা: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

২০২৫ জুলাই ০২ ১৭:৪৮:৫৪
সরকারি ছুটি ঘোষণা: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে দিনটি প্রতি বছর সরকারি ছুটি হিসেবে পালিত হবে।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। সেইসঙ্গে এদিন সাধারণ ছুটি থাকবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, দিবসটি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ দুটি পৃথক পরিপত্রে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল। কারণ ওই দিন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে তখন ৫ আগস্ট নিয়ে কোনো ঘোষণা না আসায় সমালোচনার মুখে পড়ে সরকার।

সমালোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত সংশোধন করে ৫ আগস্টকে সরকারি ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়, এবং পূর্বের পরিপত্র দুটি বাতিল করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে