ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

নতুন অর্থবছরে বাজারে সুবাতাস, বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

২০২৫ জুলাই ০২ ১৫:০২:২৫
নতুন অর্থবছরে বাজারে সুবাতাস, বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের শুরুতে দেশের শেয়ারবাজারে দেখা গেল এক ঝলক স্বস্তি ও ইতিবাচকতা। আজ বুধবার (০২ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে, যা বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক এদিন প্রায় ২৭ পয়েন্ট বেড়ে বছর শুরুর ইতিবাচক বার্তা দেয়। যেখানে বিদায়ী অর্থবছরের শেষ কর্মদিবসে সূচক ছিল সামান্য নেতিবাচক। আজ ডিএসইতে লেনদেনও কিছুটা বেড়েছে। যদিও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ভালো উর্ধ্বমুখী হলেও লেনদেন ছিল তুলনামূলক কম। তবুও দুই বাজারেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং বাজারে পুঁজির নতুন প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, অর্থবছরের শুরুতেই বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মনোবল ফিরিয়ে আনবে। তারা আশা করছেন, চলমান অর্থনৈতিক সংস্কার, সরকারের স্থিতিশীলতার বার্তা এবং নীতিনির্ধারকদের সহায়ক অবস্থান বাজারের গতি ধরে রাখতে সহায়ক হবে। এই উত্থান বাজারে নতুন করে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারে এবং সামনের দিনগুলোতে আরও শক্তিশালী পারফরম্যান্সের সম্ভাবনা জাগায়।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ০২ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫.৩৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১৭.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৭টির দর বেড়েছে, ৬৯টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৪২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩১.৫৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩১.২২ পয়েন্ট কমেছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে