ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বেবিচকের ৬ নির্দেশনা

২০২৫ জুলাই ০১ ০৭:০২:৩৩
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বেবিচকের ৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন করে ছয়টি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।

বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬টি নির্দেশনার কথা বলা হয়েছে। যেগুলো হলো-

১. ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিংয়ে কঠোরতা: সকল ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় আরও বেশি মনোযোগ বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো প্রকার অনিয়ম না ঘটে।

২. অ্যাভসেক সদস্যদের সচেতনতা বৃদ্ধি: সকল অ্যাভসেক (এভিয়েশন সিকিউরিটি) সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হবে।

৩. সিসিটিভি মনিটরিংয়ে বিশেষ নজর: সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

৪. ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক: মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে।

৫. ফায়ার আর্মস বহনকারীদের পূর্বানুমতি: বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্মস (আগ্নেয়াস্ত্র) বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা এবং তাদের রেকর্ড সংরক্ষণ করা হবে।

৬. নিরাপত্তা লঙ্ঘনে তদন্ত: নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

মারুরফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে