ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চীনের ঘাড়ে নিশ্বাস ফেলছে বাংলাদেশ

২০২৫ জুন ২৩ ১৯:৪৬:৩৮
চীনের ঘাড়ে নিশ্বাস ফেলছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি–এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩ হাজার ২৪৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এর মধ্যে একমাত্র বাংলাদেশ থেকেই আমদানি করেছে ৮০৬ কোটি ডলারের পোশাক, যা মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ।

ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানিতে প্রায় ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা দেশটিকে রপ্তানিকারক তালিকায় দ্বিতীয় অবস্থানে রেখেছে।

প্রথম স্থানে রয়েছে চীন, যার রপ্তানি মূল্য ৮৩৮ কোটি ডলার, প্রবৃদ্ধির হার ২১ শতাংশ। ভারতের রপ্তানি ২০০ কোটি ডলার, কম্বোডিয়ার ১৫৫ কোটি, ভিয়েতনামের ১৪৭ কোটি এবং পাকিস্তানের রপ্তানি ১৪২ কোটি ডলার।

তবে রপ্তানি হ্রাস পেয়েছে তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের। দেশটির রপ্তানি কমে দাঁড়িয়েছে ৩১০ কোটি ডলারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে