ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক চার সংস্থার ঋণ পাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা

২০২৫ জুন ২০ ০৬:৩৬:৫৫
আন্তর্জাতিক চার সংস্থার ঋণ পাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ৪টি আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে প্রায় ৪৫ হাজার কোটি টাকার (৩৬৪ কোটি ডলার) ঋণ পেতে যাচ্ছে। এর মধ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকেও শিগগিরই ঋণ পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংক ইতোমধ্যে ৬৪ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে, যা বায়ুদূষণ কমানো ও গ্যাস সরবরাহ উন্নয়নে ব্যবহৃত হবে। পাশাপাশি এডিবি ৯০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে—এর মধ্যে ৫০ কোটি ডলার ব্যাংক খাত সংস্কার এবং ৪০ কোটি ডলার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ। আইএমএফ থেকে জুন মাসেই ১৩০ কোটি ডলার এবং এআইআইবি থেকে ৪৪ কোটি ডলার পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হলে তা ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। ২০২১ সালে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরবর্তীতে তা হ্রাস পায়। বর্তমানে রিজার্ভ ২০.৭৭ বিলিয়ন ডলার।

এই ঋণ সহায়তা দেশের রিজার্ভ শক্তিশালী করতে এবং ডলার বাজারে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া, এটি সরকারের উন্নয়নমূলক কমূসচির সফল বাস্তবায়নেরও স্বীকৃতি বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এদিকে, বাজারভিত্তিক ডলারের দর নির্ধারণের পরও ডলারের দামে স্থিতিশীলতা দেখা গেছে—ব্যাংকগুলো এখন ডলার বিক্রি করছে ১২২-১২৩ টাকায়।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে