ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানালেন স্টারমার

২০২৫ জুন ২০ ০৬:২২:৫০
ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানালেন স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েল ক্রমবর্ধমান সংঘাত যখন আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেম তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সতর্ক করে বলেন, "এখন সংঘাত আরও ঘনীভূত হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে।"

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কূটনীতিই সবচেয়ে যুক্তিযুক্ত পথ। তিনি মনে করেন, এই সমস্যার সমাধানে কূটনীতিই সেরা উপায়।

এরই মধ্যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ব্রিটেনের এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয়, তাহলে তা ট্রান্সআটলান্টিক মিত্রদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্য প্রকাশ্যে সংঘাত এড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে