ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে রাশিয়ার কড়া বার্তা

২০২৫ জুন ১৯ ২২:২২:৫০
ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে রাশিয়ার কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইসরায়েলকে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং এই সংঘাতে সরাসরি ইরানের পক্ষ নিয়েছে। মস্কো জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ইরানে অবস্থানরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে আমরা একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করি। এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকির এবং বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

জাখারোভা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্রে নিযুক্ত রুশ কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক অভিযান বন্ধ করারও আহ্বান জানান।

ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে না পড়ার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ার করেছে। এ বিষয়ে জাখারোভা বলেন, "আমরা ওয়াশিংটনকে বিশেষভাবে সতর্ক করে দিতে চাই, যেন তারা কোনো সামরিক হস্তক্ষেপ না করে। এটি হবে চরম বিপজ্জনক একটি পদক্ষেপ, যার ভয়াবহ পরিণামের পূর্ণ অনুমান করা অসম্ভব।"

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে