ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবিবি’র নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

২০২৫ জুন ১৯ ১৭:২৫:০০
এবিবি’র নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

সম্প্রতি এবিবি’র বোর্ড অব গভর্নরসের এক সভায় তাকে সংগঠনটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এবিবি’র পরবর্তী বার্ষিক সাধারণ সভা (AGM) পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন।

এর আগে এবিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেলিম আর এফ হুসেইন, যিনি সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর এবিবি-তে চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং নতুন নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

একই সভায়, পূবালী ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবিবি’র নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।তবে বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মো. শিরীন (এমডি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি) তাঁর পূর্বের দায়িত্বে বহাল থাকছেন।

মাসরুর আরেফিন তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে।

তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড কাতার, ANZ মেলবোর্ন হেড অফিস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এন.এ.-সহ একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

গত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংক পিএলসি’র সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এবিবি-তে এর আগে প্রায় চার বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।ব্যাংকার পরিচয়ের বাইরে তিনি একজন সাহিত্যিক ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।

মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংক পিএলসি-তে চিফ টেকনোলজি অফিসার হিসেবে যোগ দেন।পরবর্তীতে তিনি ধাপে ধাপে ডেপুটি এমডি, অ্যাডিশনাল এমডি এবং ২০২০ সালে এমডি ও সিইও পদে উন্নীত হন।

তিনি একই ব্যাংকে চিফ অপারেটিং অফিসার, চিফ অ্যান্টি মানিলন্ডারিং অফিসার, চিফ রিস্ক অফিসার এবং ক্রেডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্বে পূবালী ব্যাংক মুনাফা ও সুনামের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এবিবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচনের আগে তিনি গভর্নিং বডির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে