ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসরায়েলের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

২০২৫ জুন ১৮ ০৭:৪৩:১৩
ইসরায়েলের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের 'ফাতাহ' মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। বিবৃতিতে দাবি করা হয়, এই মিসাইল হামলা প্রমাণ করে ইরান অধিকৃত অঞ্চলগুলোর আকাশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, সর্বশেষ হামলায় তেলআবিবের ওপর বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে গেছে। তবে ইসরায়েল কৌশলগত স্থানে আঘাতের তথ্য গোপন করায় অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইরানের হামলার পর ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতিতে তিনি খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, "তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন- আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।"

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, "আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক।" এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের ধৈর্য কমে আসছে।"

ট্রাম্পের এই দাবির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, "আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাব না।" এই পাল্টাপাল্টি দাবি ও হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে