ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিজের নগ্ন ছবি দেখিয়ে যা বোঝাতে চাইলেন নারী এমপি

২০২৫ জুন ০৩ ১৯:৩৮:১৫
নিজের নগ্ন ছবি দেখিয়ে যা বোঝাতে চাইলেন নারী এমপি

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ড পার্লামেন্টে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছেন এসিটি পার্টির সংসদ সদস্য লরা ম্যাকলিউর। চলমান অধিবেশনে তিনি একটি পোস্টার উঁচিয়ে ধরেন, যাতে তার একটি ‘নগ্ন’ ছবি দেখা যায়। তবে সেটি ছিল না কোনো আসল ছবি— এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে তৈরি একটি ডিপফেক ছবি, যা তিনি নিজেই মাত্র পাঁচ মিনিটে তৈরি করেছেন।

সংসদে দাঁড়িয়ে লরা বলেন,“ছবিটি দেখতে আমার মতো হলেও এটি একেবারেই আসল নয়। আমি এটি তৈরি করেছি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার কতটা সহজ, ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে— সেটা বোঝাতে।”

প্রথমে বিষয়টি দেখে সংসদ সদস্যরা হতবাক হয়ে পড়েন। তবে খুব দ্রুত তারা উপলব্ধি করেন এর গভীরতা।

লরা বলেন,“আমি দুঃখিত, যদি এটি কাউকে অপ্রস্তুত করে থাকে। কিন্তু আজকের তরুণ সমাজ প্রতিনিয়ত ভুয়া, বিকৃত কনটেন্টের কারণে মানসিক চাপে ভুগছে। এখনই সময়— আমরা আইন ও নীতিগতভাবে কঠোর পদক্ষেপ নিই।”

তিনি আরও বলেন,“ডিপফেক এখন শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়— এটি সামাজিক নিরাপত্তা, ব্যক্তিগত মর্যাদা এবং মানসিক স্বাস্থ্য— সবকিছুর জন্য হুমকি। ব্ল্যাকমেইল, হয়রানি থেকে শুরু করে প্রতারণা— সবই সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। অথচ আমাদের আইন এখনো তা মোকাবিলায় যথেষ্ট নয়।”

লরার এই সাহসী উদ্যোগ ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। প্রযুক্তি ও মানবাধিকার বিশ্লেষকরা বলছেন— এটি কৃত্রিম বুদ্ধিমত্তার অন্ধকার দিক নিয়ে বিশ্বজুড়ে আলোচনার নতুন দ্বার উন্মোচন করেছে।

বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ডিপফেক ভিডিও ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি, অপমান ও অপরাধমূলক কার্যক্রম বাড়তে থাকায় লরার এই বক্তব্য ও প্রতিবাদ একটি শক্তিশালী বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে