ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগে আর বাধা নেই

২০২৫ জুন ০২ ১৪:২৫:৫১
নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ করা প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই।

সোমবার (০২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ চেম্বার আদালতের আগের আদেশ স্থগিত করায় এই সিদ্ধান্ত এসেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক তার দায়িত্ব পালনে আর কোনো আইনি জটিলতার মুখে পড়ছেন না।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ মে নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টের একটি রিট খারিজের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে রিটকারীকে এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, 'নগদ'-এ প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। চূড়ান্ত শুনানি শেষে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন। হাইকোর্ট তাদের রায়ে বলেন, নগদ বাংলাদেশ ডাক বিভাগের এজেন্ট হিসেবে কাজ করে এবং আইন মেনেই বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে