ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাবি শিবির সভাপতির ফেসবুক পোস্টে তোলপাড়

২০২৫ মে ২৯ ০৮:২৭:৫৩
ঢাবি শিবির সভাপতির ফেসবুক পোস্টে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধ থেকে খালাসপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষে জড়িয়ে পড়ে গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী ঐক্য। সংঘর্ষের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের এক নারী সদস্যের ওপর হামলার অভিযোগ ওঠে শাহবাগবিরোধীদের বিরুদ্ধে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এ হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "চট্টগ্রামে নারীর ওপর হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না।"

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারী নিপীড়নের মতো ঘটনায় কোনো পক্ষকেই ছাড় দেওয়া যাবে না। গণতন্ত্রের পথেই সমাধান খুঁজে নিতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে