ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

সরকারি চাকরিতে নতুন আইন নিয়ে তোলপাড়

২০২৫ মে ২৬ ১৯:১৪:১০
সরকারি চাকরিতে নতুন আইন নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সারা দেশের সরকারি দপ্তরগুলোর কর্মচারীদেরও একই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৬ মে) রাজধানীর সচিবালয়ে দিনের কর্মসূচি শেষে এই ঘোষণা দেয় ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সচিবালয়ের সব কর্মচারী সংগঠন ঐক্য ফোরামের ব্যানারে একযোগে আন্দোলনে অংশ নেবেন।

ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, “এই ‘কালো আইন’ সম্পূর্ণভাবে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আইন বাতিল হলেই আমরা কর্মসূচি প্রত্যাহার করব।”

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় জমায়েত হবেন কর্মচারীরা।

ঐক্য ফোরামের আরেক কো-চেয়ারম্যান এবং সংযুক্ত পরিষদের অন্য অংশের সভাপতি মুহা. নূরুল ইসলাম বলেন, “সারা দেশের সরকারি কর্মচারীরা আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাদেরও নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদিত হয়। পরে গতকাল রোববার (২৫ মে) এই অধ্যাদেশ জারি করা হয়। কর্মচারীদের অভিযোগ, এতে প্রায় সাড়ে চার দশক আগের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ পুনরায় যুক্ত করা হয়েছে, যা তাদের অধিকার হরণ করে।

খসড়া অনুমোদনের পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও মিছিল করে আসছেন। তাদের দাবি, অধ্যাদেশটি ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ হিসেবে গণ্য হওয়ায় তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে