ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

২০২৫ মে ২৫ ১৬:৩৩:৩৪
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার (২৫ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

তিনি জানান, এবারের চামড়া মূল্য নির্ধারণে ঢাকাসহ সারা দেশের বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গরুর চামড়ার নির্ধারিত মূল্য:

ঢাকা শহরে প্রতি বর্গফুট: ৬০–৬৫ টাকা

ঢাকার বাইরে: ৫৫–৬০ টাকা

ছোট গরুর সম্পূর্ণ চামড়া:

ঢাকায়: সর্বনিম্ন ১,৩৫০ টাকা

ঢাকার বাইরে: ১,১৫০ টাকা

খাসির চামড়ার মূল্য:

ঢাকায় প্রতি বর্গফুট: ২২–২৭ টাকা

ঢাকার বাইরে: ২০–২২ টাকা

চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সিদ্ধান্ত:

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, দেশব্যাপী চামড়া সংরক্ষণের জন্য ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে, যা মাদ্রাসা, এতিমখানা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

ঈদের পরবর্তী ১০ দিনের মধ্যে ঢাকার বাইরে থেকে চামড়া রাজধানীতে আনা যাবে না, যাতে করে স্থানীয় ট্যানারি ও হাটগুলো সক্রিয় ও কার্যকর থাকে।

গত কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়া নিয়ে নানা বিশৃঙ্খলা, দাম পড়ে যাওয়া এবং সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার অভিযোগ ওঠে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মূল্য নির্ধারণ আগেভাগেই ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চামড়া ব্যবসায়ী, হাওলা দল এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ঈদ মৌসুমে নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা এবং স্বচ্ছ মূল্য আদায় নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন উপদেষ্টা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে