ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

২০২৫ মে ২২ ১৭:১২:৩০
পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক: ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে হামলার একমাস পর বৃহস্পতিবার (২২ মে) তিনি এমন মন্তব্য করলেন। ওই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে। রয়টার্স

ভারতের রাজস্থানের বিকানেরে আয়োজিত জনসভায় মোদি বলেন, ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার অবস্থা কী হয়, তা গোটা বিশ্ব দেখেছে।

রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ১০৩টি স্টেশন। এসব স্টেশনে বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সেখানে পেহেলগামের হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

মোদি বলেন, ‘পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে! যারা সিঁদুর মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম। এবার সরাসরি বুকে মেরেছি।’

প্রসঙ্গত, এক মাস আগে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে নয়া দিল্লি। যদিও এ অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।

এরপর তড়িঘড়ি করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত। যার মধ্যে ছিল- সীমান্ত বন্ধ, সিন্ধু নদীর পানি স্থগিত, কূটনীতিক প্রত্যাহার এবং বাণিজ্য বন্ধ। তবে এখানেই ক্ষান্ত হয়নি ভারত। ৭ মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ১০ মে পর্যন্ত দুই দেশের সীমান্ত অঞ্চলে হামলা পাল্টা হামলা চলে। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধবিরতি হলেও সিন্ধুর পানি নিয়ে এখন অনড় অবস্থানে রয়েছে ভারত।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে