ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

জামায়াত-এনসিপির ভেতরের লড়াই ফাঁস

২০২৫ মে ১৪ ০৯:৫৯:৩১
জামায়াত-এনসিপির ভেতরের লড়াই ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক সময় একক মঞ্চে আন্দোলন করলেও এখন প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মূলত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একাধিক বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই শুরু হয় এই টানাপড়েন।

ঘটনার শুরু কোথায়?

গত বৃহস্পতিবার এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে ছাত্রশিবির, হেফাজতসহ ইসলামপন্থী দলগুলো যুক্ত হয়। শাহবাগে কর্মসূচি সরিয়ে নেওয়ার পর গোলাম আযমসহ জামায়াত নেতাদের নামে স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা।

এনসিপির অবস্থান কী?

এনসিপির নেতারা বলছেন, তারা মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী। তাদের দাবি, অন্য দলের নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এনসিপি স্পষ্টভাবে চায়— ১৯৭১-এ যারা গণহত্যায় সহযোগিতা করেছে, তারা যেন নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে।

মাহফুজ আলম কী বলেছিলেন?

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার স্ট্যাটাসে বলেন, “৭১’র প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। পাকিস্তানপন্থা পরিহার করতে হবে।” এ ছাড়া জামায়াত-শিবির এবং “মুজিববাদী বাম”দেরও তীব্র সমালোচনা করেন তিনি। তার ভাষ্য ছিল, এই সব শক্তি এখনও স্বাধীনতা-বিরোধী অবস্থানে আছে।

জামায়াত-শিবিরের প্রতিক্রিয়া

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “মাহফুজ আলম ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করেছেন। অনলাইনে সস্তা জনপ্রিয়তার জন্য এসব করছেন।” জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ মন্তব্য করেন, “একজন উপদেষ্টা হিসেবে তার এমন বক্তব্য শপথবিরোধী।”

এনসিপিতে অস্বস্তি

এনসিপির ভেতরেও মাহফুজ আলমের বক্তব্য ঘিরে অস্বস্তি দেখা দিয়েছে। যদিও দলটি আনুষ্ঠানিকভাবে কোনো দলকে লক্ষ্য করে কিছু বলেনি, তবে এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। দলের মুখ্য নেতারা বিভক্তি না বাড়াতে আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক কৌশল না বাস্তব দ্বন্দ্ব?

বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নেতৃত্ব নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা ছিল। মুক্তিযুদ্ধ ইস্যুতে অবস্থানগত পার্থক্য থেকেও দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে এটা রাজনৈতিক কৌশলও হতে পারে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে