ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

‘মসনদে বসে আদালতে ঘুরপাক খাওয়ার কথা ভুলে গেছেন?’

২০২৫ মে ০৩ ২৩:৪৫:২৭
‘মসনদে বসে আদালতে ঘুরপাক খাওয়ার কথা ভুলে গেছেন?’

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা আগামী দুই মাসের মধ্যে প্রত্যাহার না হলে তারা ‘যা করতে হয় তাই করবে’।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “ড. ইউনূসের সঙ্গে বারবার সাক্ষাৎ করে আমরা অনুরোধ করেছি ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে। কিন্তু সোজা আঙুলে ঘি উঠছে না।”

সমাবেশে দেওয়া বক্তব্যে মামুনুল হক হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, “বাংলাদেশকে নিউইয়র্কের গোলামে পরিণত করার ষড়যন্ত্র চলছে।” তিনি জনগণকে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিতে বলেন, যদি দেশের স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ বিপন্ন হয়।

নারী অধিকার ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “পশ্চিমা নারীবাদ নয়, হেফাজতে ইসলাম আল্লাহপ্রদত্ত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী।”

সংবিধান সংস্কার এবং বহুত্ববাদ বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “৫৩ বছর পর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার শুরু হয়েছে। এই সময়ে একত্ববাদবিরোধী কোনো ধারণা বাংলার মানুষ মেনে নেবে না।”

এই বক্তব্য ও অবস্থানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনি কি চান এই পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ দিই?

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে