ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

পড়ে যাচ্ছে আমাজনের শেয়ার দাম, বিনিয়োগকারীরা হতাশ

২০২৫ মে ০২ ২৩:৩১:০৮
পড়ে যাচ্ছে আমাজনের শেয়ার দাম, বিনিয়োগকারীরা হতাশ

শেয়ারনিউজ ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশিত আয় অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রথম প্রান্তিকে এডব্লিউএস ২৯.২৭ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ১৬.৯% বেশি। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৩০.৯ বিলিয়ন ডলার আয়ের এবং ১৭.৪% প্রবৃদ্ধির, যা এডব্লিউএসের জন্য গত পাঁচ প্রান্তিকের মধ্যে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট তাদের আজুর ক্লাউড সার্ভিসে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল প্রকাশ করায়, অ্যামাজনের পারফরম্যান্স নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ অনেক বেড়ে গিয়েছিল।

প্রযুক্তি বিশ্লেষক গিল লুরিয়া বলেন, “মাইক্রোসফটের শক্তিশালী ফলাফলের পর সবাই অ্যামাজনের কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিল।”

অ্যামাজন জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন আয় ১৩ থেকে ১৭.৫ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। অথচ বাজারের গড় পূর্বাভাস ছিল ১৭.৭ বিলিয়ন ডলার।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের কারণে খুচরা বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা অ্যামাজনের ওপরও চাপ ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, এখন পর্যন্ত গ্রাহক চাহিদায় শুল্কের বড় প্রভাব পড়েনি।

প্রথম প্রান্তিকে থার্ড-পার্টি সেলার সার্ভিস থেকে অ্যামাজনের আয় বেড়েছে মাত্র ৭% (কারেন্সি ইফেক্ট বাদে), যা তুলনামূলকভাবে কম। তবে অনলাইন বিজ্ঞাপন খাতে আয় ১৯% বেড়ে ১৩.৯২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এখন মেটা ও অ্যালফাবেটের পর অ্যামাজন তৃতীয় বৃহত্তম অনলাইন বিজ্ঞাপন কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে অ্যামাজনের প্রথম প্রান্তিকে মোট আয় হয়েছে ১৫৫.৭ বিলিয়ন ডলার, যা বাজারের পূর্বাভাস (১৫৫.০৪ বিলিয়ন) অতিক্রম করেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে