ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

সিরাজগঞ্জে গোপন আয়নাঘরের সন্ধান, উদ্ধার নারী ও বৃদ্ধ

২০২৫ মে ০২ ২১:২৩:৫৭
সিরাজগঞ্জে গোপন আয়নাঘরের সন্ধান, উদ্ধার নারী ও বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি গোপন ‘আয়নাঘর’ থেকে বন্দিদশায় থাকা দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নারী ও বৃদ্ধ দাবি করেছেন, সেখানে তাদের দীর্ঘ পাঁচ মাস আটকে রেখে চাঁদা আদায়, জমি লিখে নেওয়া ও কিডনি পাচারের মতো ভয়াবহ অপরাধ পরিচালনা করা হত।

ঘটনাটি ঘটে চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে। শুক্রবার সকালে স্থানীয়দের ভিড় দেখে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় পল্লী চিকিৎসক ও সাংবাদিক পরিচয়ধারী নাজমুল হোসেন আরাফাতকে (৪৫) আটক করেছে পুলিশ। পরে তাকে রায়গঞ্জ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন পূর্ব পাইকড়া গ্রামের আব্দুল জুব্বার (৭৫) ও লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের শিল্পী বেগম (৪৮)। শিল্পী বেগম জানান, ছয় মাস আগে জমি বিরোধের জেরে অপহরণের পর প্রথমে অন্য জায়গায় এবং পরে পাঁচ মাস ওই ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়। তাকে নিয়মিত ইনজেকশন দেওয়া হত বলে অভিযোগ করেন তিনি। আব্দুল জুব্বার গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

জানা গেছে, ভবনটি স্থানীয় জহুরুল ইসলামের ছেলে সুমন শেখের মালিকানাধীন। আরাফাত ভবনের নিচতলা ভাড়া নিয়ে ৩-৪টি কক্ষ নির্মাণ করে সেখানে অপকর্ম পরিচালনা করতেন বলে অভিযোগ।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আরাফাত ও সুমনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে