ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

'বাংলার কসাই' সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী: প্রেস সচিব

২০২৫ মে ০১ ১১:২৮:৩৬
'বাংলার কসাই' সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলার কসাই’ বলে আখ্যা দেওয়ায় সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে ব্যথিত হয়েছেন একজন, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “আমি আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলার কসাই’ বলেছিলাম। এতে একজন গভীরভাবে ব্যথিত হয়েছেন।”

তবে তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন, কিংবা ওই ব্যথিত ব্যক্তি কে—তা তিনি স্পষ্ট করেননি। তবে তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা এবং মতবিরোধ শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ২৬ জানুয়ারি, যখন রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে একটি সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অতীত কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি সেসময় বলেন, “বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষকে যেভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, তার অন্যতম বুচার (কসাই) হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল।”

এই মন্তব্যটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ জনগণের মাঝে বিষয়টি নিয়ে নানান আলোচনা শুরু হয়। অনেকে মন্তব্যটিকে সত্যের প্রকাশ বলে সমর্থন জানালেও, কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অনুচিত মন্তব্য হিসেবেও আখ্যা দেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে