ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএনপি নেতার ফেন্সিডিল সেবনের ভিডিও ভাইরাল

২০২৫ এপ্রিল ২৯ ১১:১২:০৮
বিএনপি নেতার ফেন্সিডিল সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় বিএনপির শীর্ষ স্থানীয় এক নেতার ফেন্সিডিল সেবনের ভিডিও ফাঁস হয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া দুটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহম্মেদ একটি ঘরের মধ্যে বসে ফেন্সিডিল জাতীয় তরল পান করছেন। অন্য একটি ভিডিওতে তাঁকে কয়েকজন নারীর সঙ্গে ‘নাইটক্লাব স্টাইলে’ নাচতে দেখা যায়।

ভিডিও দুটি ২৬ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। এতে বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে, ভিডিওতে যিনি রয়েছেন, তিনি শেখ মারুফ আহম্মেদ এবং দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ উঠছিল। ভিডিওর কারণে দলের মধ্যে ব্যাপক অস্বস্তি ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেখ মারুফ দাবি করেন, “আমি অসুস্থ ছিলাম, কাশি হচ্ছিল। আমার এক সহকর্মী আবুল আমাকে কাশির ওষুধ দেন, আমি সেটা পান করি। এটা পরিকল্পিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা।”

তবে তিনি ভিডিওর বিষয়ে সরাসরি ‘ফেন্সিডিল’ সেবনের কথা অস্বীকার করেন এবং বলেন, “ভিডিওটি এডিট করা, এটি ষড়যন্ত্র।”

শেখ মারুফের এ বক্তব্যে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। দলের একজন সিনিয়র নেতা বলেন, “এই নেতাকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন আছে। ভিডিও ফাঁস হওয়ার পর এখন সেটা স্পষ্ট হয়ে গেছে।”

পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী জানান, “শেখ মারুফ সাবেক সভাপতি প্রয়াত কাজী খানের আত্মীয় হওয়ার কারণে পদাধিকার বলে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। তবে এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তির জন্য হুমকি।”

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ফকির জানান, “আমি এখনো বিষয়টি জানি না। তবে যদি সত্যি হয়ে থাকে, তাহলে জেলা কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে।”

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহম্মেদ সিদ্দিকী বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে দলীয় ভাবমূর্তি রক্ষায় যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপির দুর্দিনে যারা কাজ করেছে, তারা এখন মূল্যহীন হয়ে পড়েছে। অথচ যারা বিতর্কিত তারা নেতৃত্বে আসছে। এ ধরনের নেতাদের দ্রুত চিহ্নিত করে শুদ্ধি অভিযান চালানো না হলে দলের ক্ষতি হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে