ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

আম নিয়ে সুখবর দিলো চীন

২০২৫ এপ্রিল ২৯ ০৮:১২:১৫
আম নিয়ে সুখবর দিলো চীন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের একটি বাগান সোমবার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে উত্তম কৃষিচর্চা (GAP) অনুসরণ করে উৎপাদিত আম দেখে তিনি মুগ্ধ হন এবং বাংলাদেশের এ উদ্যোগের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি এসব আম চীনে আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সুস্বাদু ও নিরাপদ মিষ্টি আম চীনের বাজারে ব্যাপক চাহিদা পেতে পারে। এ কারণেই উৎপাদন পদ্ধতি সরেজমিনে দেখতে তিনি বাগান পরিদর্শনে এসেছেন।

তিনি আরও বলেন, চলতি বছর চীন বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম আমদানিতে আগ্রহী।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সম্ভাবনাময় আম রপ্তানির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানাবিধ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এই উদ্দেশ্যেই উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের বিষয়টি চীনা রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করা হয়েছে।

বাগান পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে চীনের একটি প্রতিনিধি দলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে