ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

সাত কলেজের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

২০২৫ এপ্রিল ২৫ ০৯:২৮:১৮
সাত কলেজের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ‘সম্মানজনকভাবে’ পৃথক করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের পঞ্চম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ। তিনি জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের ভর্তি কার্যক্রম আর ঢাবির অধীনে হবে না। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে 'সম্মানজনক পৃথকীকরণ'-এর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

রেজিস্ট্রার জানান, পৃথকীকরণের পর সাত কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব প্রস্তাবিত কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।

এই সিদ্ধান্ত আগের দিন (২৩ এপ্রিল) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের প্রস্তাবনা অনুযায়ী গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে পাঠানো হবে।

জানা গেছে, সাত কলেজকে ঘিরে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেছে ইউজিসি। এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের আগ পর্যন্ত সাত কলেজ অন্তর্বর্তী প্রশাসনের অধীনে চলবে। চলতি মাসের শেষ দিকে ওই প্রশাসনের কাঠামো ঘোষণা করা হতে পারে।

২০১৭ সালে রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। বর্তমানে এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী অধ্যয়নরত।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে