ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

‘শেখ হাসিনা ফোর্সের’ ঝটিকা মিছিল

২০২৫ এপ্রিল ২৪ ২০:০৪:০৯
‘শেখ হাসিনা ফোর্সের’ ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক ‘শেখ হাসিনা ফোর্স’ ব্যানারে ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নগরের লাভ লেইন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া তিন যুবককে পরবর্তীতে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

বিষয়টি আলোচনায় আসে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ৩৪ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়লে। ওই ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন তরুণ-যুবক একটি ব্যানার হাতে স্লোগান দিতে দিতে অগ্রসর হচ্ছেন। ব্যানারে লেখা ছিল—‘শেখ হাসিনা ফোর্স’, আর স্লোগানে শোনা যায়, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, “ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”

এর আগেও চট্টগ্রামে এমন ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গত ১৭ এপ্রিল, নগরের বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ব্যানারে মিছিল হয়। সে সময়ও সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে