ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

২০২৫ এপ্রিল ২৪ ১৭:৪৩:৫৯
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠান।

এই নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচার বন্ধ করতে হবে এবং এসব কনটেন্টে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন সমাজে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ নষ্ট করছে। শিশু-কিশোররাও এ ধরণের কনটেন্টে আসক্ত হয়ে পড়ছে, যার ফলে বিদেশি কোম্পানি ও দেশীয় কিছু চক্র হাজার কোটি টাকা পাচার করছে। বিভিন্ন সেলিব্রিটি, মডেল ও ডাক্তাররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অর্থের বিনিময়ে যৌন উত্তেজক ওষুধ ও পণ্য প্রচার করছেন।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারা অনলাইনে স্বাস্থ্যপরামর্শের আড়ালে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ প্রচার করছেন, যা সরাসরি সমাজে অশ্লীলতা বাড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নোটিশে আরও বলা হয়, সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র জনস্বাস্থ্য রক্ষায় ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কার্যকর ভূমিকা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে