ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

আইসিবির মিউচুয়াল ফান্ডের ইউনিট বেচবে প্রাইম ব্যাংক

২০২৫ এপ্রিল ২৪ ০৯:২৪:২৮
আইসিবির মিউচুয়াল ফান্ডের ইউনিট বেচবে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) এর ব্যবস্থাপনায় পরিচালিত বে-মেয়াদি বিভিন্ন মিউচ্যুয়ালফান্ডের ইউনিট বিক্রয় বৃদ্ধিসহ সকল পরিষেবা সম্ভাব্য গ্রাহকদের নিকট পৌঁছানো এবং বিক্রয় সেবা প্রদান করবে দেশের অন্যতম শীর্ষ ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি এ বিষয়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে প্রয়োজনীয় সেবা দেবে।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে অবস্থিত আইসিবির প্রধান কার্যালয়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) এবং প্রাইম ব্যাংক পিএলসি এর মধ্যে একটি সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবি ও আইএএমসিএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইএএমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার, প্রাইম ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. নাজিম এ. চৌধুরী ও আইসিবি, আইএএমসিএল এবং প্রাইম ব্যাংক পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে