ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

সাকিবের শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে বিএসইসিতে চিঠি

২০২৫ এপ্রিল ২৩ ১৯:১৩:৩২
সাকিবের শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে বিএসইসিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি পাঠানো চিঠিতে সাকিবের শেয়ার মালিকানা, আর্থিক লেনদেন, বিনিয়োগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাকিবের বিরুদ্ধে অর্থপাচার, শেয়ারবাজার কেলেঙ্কারি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এই তদন্তের নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তিনি দুটি সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত কমিটির প্রধান।

সাকিবের বিরুদ্ধে আরও রয়েছে শেয়ারবাজারে অনিয়ম, জুয়া ও ক্যাসিনোতে সম্পৃক্ততা, সোনা চোরাচালান, কাঁকড়া রপ্তানি ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট সংশ্লিষ্ট অসদাচরণ এবং নির্বাচনী হলফনামায় সম্পদ গোপনের মতো গুরুতর অভিযোগ। তাছাড়া, বিদেশে অর্থপাচারের বিষয়েও তদন্ত চলছে।

দুদকের একটি সূত্র জানিয়েছে, সাকিবের বিনিয়োগের সাথে যুক্ত ব্যক্তিরাও এই তদন্তের আওতায় আসতে পারেন।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে