ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ড. ইউনূস-মেঘনা আলমের ভাইরাল ছবি নিয়ে তদন্তে যা জানা গেল

২০২৫ এপ্রিল ২৩ ১৭:০০:৩১
ড. ইউনূস-মেঘনা আলমের ভাইরাল ছবি নিয়ে তদন্তে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ড. মুহাম্মদ ইউনূস, লামিয়া মোরশেদ ও মডেল মেঘনা আলমের পুরোনো ছবি সম্পাদিত নয় বলে নিশ্চিত করেছে ‘রিউমর স্ক্যানার’ টিম।

প্রসঙ্গত, মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ৯ এপ্রিল ঢাকায় তার বাসা থেকে আটক করে ডিবি। এরপর একটি পুরনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ফেসবুকের কিছু পেজ ছবিটিকে ভুয়া বা সম্পাদিত বলে দাবি করে।

তথ্য যাচাইকারী দল অনুসন্ধানে জানতে পারে, ভাইরাল ছবিটি ২০১৪ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত One Young World Summit-এ তোলা হয়েছিল। ছবিটি মেঘনা আলম নিজেও তার ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ৬ আগস্ট পোস্ট করেছিলেন।

Grameen Caledonian College of Nursing-এর ২০১৪ সালের বার্ষিক রিপোর্টে ওই অনুষ্ঠানের ছবি পাওয়া গেছে।

একই পোশাকে ও পরিবেশে ড. ইউনূস ও লামিয়া মোরশেদের উপস্থিতির অন্য ছবিও পাওয়া গেছে।

Dr. Yunus Online Support Group ও Young Economists’ Forum-এর পুরনো পোস্টেও মেঘনা আলমের ওই ইভেন্টে অংশগ্রহণের তথ্য মিলেছে।

প্রামাণ্য ফিচার পাওয়া গেছে প্রথম আলো ও ডেইলি স্টার-এর পুরনো প্রতিবেদনেও (যদিও একটির লিংক এখন অকার্যকর)।

ফলে, ছবিটি এডিট করা নয়, বরং ২০১৪ সালে ডাবলিনে তোলা একটি আসল ছবি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে