ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

দল গঠনের তিন মাসেই বিতর্কে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি

২০২৫ এপ্রিল ২৩ ১৬:৪০:৫০
দল গঠনের তিন মাসেই বিতর্কে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘গুণগত পরিবর্তনের’ অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করলেও শুরু থেকেই একের পর এক অনিয়ম, দুর্নীতি এবং বিতর্কে জড়াচ্ছে দলটির শীর্ষ নেতারা।

বিগত এক বছরে পাঠ্যবই ছাপার কাজে দুর্নীতি, জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপসহ বিভিন্ন অভিযোগে দলটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

এছাড়া, দলটির দুই শীর্ষ নেতা—সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ—ব্যক্তিগত শোডাউন, দুদক সফর এবং সেনাবাহিনী নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের কারণে বারবার আলোচনায় আসছেন। এসব কর্মকাণ্ড নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে।

দলের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ‘পরিবর্তনের রাজনীতি’ চালুর প্রতিশ্রুতি দিলেও নেতাদের কার্যকলাপ সেই চেনা পুরনো রাজনীতির ধারাই মেনে চলছে। এক নেতা বলেন, “নেতাদের কিছু কর্মকাণ্ডে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

সম্প্রতি দলের সাধারণ সভায় নেতাদের বিলাসী জীবন ও অনিয়ম নিয়ে আলোচনা হয়। এরপরই গঠন করা হয় শৃঙ্খলা তদন্ত কমিটি। এনসিপি জানায়, কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মোয়াজ্জেমকে অব্যাহতি দিয়েছে, যদিও তিনি ফেসবুকে দাবি করেছেন—তিনি নিজেই পদত্যাগ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “নতুন নেতৃত্বের পরিপক্বতা প্রয়োজন। না হলে এই ভুলের সুযোগ নেবে প্রতিপক্ষরা।”

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ভুল-ত্রুটি স্বীকার করছি এবং সমালোচনার জায়গাগুলো নিয়ে কাজ করছি। পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভাঙতে চাই আমরা।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে