ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আগে চা দিন, পরে পুলিশে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ এপ্রিল ২২ ১৮:৩০:২০
আগে চা দিন, পরে পুলিশে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মঙ্গলবার যশোরে সশস্ত্র বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে (সাধারণ পোশাকে) আসামি ধরতে পারবে না।

তিনি অভিযোগ করেন, আবারও পুলিশে তেলবাজি ও তদবিরচক্র মাথাচাড়া দিয়ে উঠছে, যা বন্ধ করতে হবে। পুলিশের বদলি-বাণিজ্য ও নিয়োগে দুর্নীতিও কমে এসেছে বলে জানান তিনি।

তদবির নিয়ে কঠোর ভাষায় বলেন, “আমার নামে কেউ তদবির করতে এলে প্রথমবার চা খাইয়ে বিদায় করুন। দ্বিতীয়বার এলে পুলিশে দিন। কোনো রিকোয়েস্ট থাকলে আমি নিজেই করব।”

তিনি আরও বলেন, মাদক বন্ধে কোনো একশন না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না। সরকার মাদক নিরাময় কেন্দ্র খুলতে চায় না, মাদক নির্মূল করতে চায়।

গণ-অভ্যুত্থান ও অস্ত্র উদ্ধারের বিষয়ে বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে