ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার বাস্তবে ডিবি হারুনসহ ফাঁসলেন মেহের আফরোজ শাওন

২০২৫ এপ্রিল ২৩ ০৮:৩৭:৫৮
এবার বাস্তবে ডিবি হারুনসহ ফাঁসলেন মেহের আফরোজ শাওন

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে তার দ্বিতীয় মা নিশি ইসলামের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন শাওন, তার ঘনিষ্ঠ বন্ধু ডিবি হারুন এবং আরও ১০ জন।

সূত্র মতে, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের মাধ্যমে একাকিত্ব দূর করতে একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সাড়া দেন ২৮ বছর বয়সী নিশি ইসলাম, যার সঙ্গে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আলী। তবে এই বিয়েতে ক্ষুব্ধ হন শাওন, এবং এরপর থেকেই বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ।

নিশি ইসলামের এজাহারে জানা গেছে, শাওন নিয়মিত তার বাবাকে এবং দ্বিতীয় স্ত্রী নিশিকে মারধর করতেন এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে নির্যাতন চালাতেন। এমনকি শাওন ও তার পরিবারের সদস্যদের মাধ্যমে নিশিকে ছয় মাসের জন্য মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় বলেও অভিযোগ রয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে সোমবার আদালতে হাজিরা ছিল। এদিন বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে উপস্থিত হয়ে স্বীকার করেন যে, তৎকালীন ওসির নির্দেশে তারা নিশিকে আটকে নির্যাতনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে, মূল অভিযুক্ত শাওন ও ডিবি হারুনসহ বাকি আসামিরা আদালতে হাজির হননি, ফলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের এ নির্দেশনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী নিশি ইসলাম। তিনি বলেন, “শাওনের প্রভাব ও হুমকির কারণে আমরা দীর্ঘদিন ভীত-সন্ত্রস্ত ছিলাম। এখন আইন আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাবাদী ন্যায়বিচার পাবো।”

আদালত ১০ ও ১১ নম্বর আসামিদের জামিন মঞ্জুর করেছেন আগামী ধার্য তারিখ পর্যন্ত। মামলার পরবর্তী শুনানির তারিখ আদালত নির্ধারণ করবেন শিগগিরই।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে