ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার হিরো আলমকেও ছাড়লেন না তসলিমা নাসরিন

২০২৫ এপ্রিল ২২ ০৯:০৯:৩৫
এবার হিরো আলমকেও ছাড়লেন না তসলিমা নাসরিন

নিজস্ব প্রতিবেদক: এবার হিরো আলমকেও ছাড়লেন না তসলিমা নাসরিন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে এবার মুখ খুললেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। তিনি এই ঘটনাকে 'চরম পুরুষতান্ত্রিক মানসিকতা'র ফলাফল বলে মন্তব্য করেছেন।

সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তসলিমা লেখেন, "মাঝে মাঝে ভাবি, রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কীভাবে হিরো আলমকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিল! ভেবেছিলাম, হয়তো অর্থ-সম্পদের কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছিল। আবার ভেবেছিলাম, হিরো আলমের হয়তো অন্তত একটি গুণ আছে মেয়েদের ব্যক্তি হিসেবে সম্মান করে। কিন্তু এখন মনে হচ্ছে, আমি ভুল করেছিলাম।"

তিনি আরও বলেন, "রিয়ামনির প্রতি হিরো আলমের ব্যবহার, তাকে হেয় করার চেষ্টা, অশালীন ভাষা প্রয়োগ এসবই একজন গোঁড়া পুরুষতান্ত্রিকের পরিচায়ক। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরে গেলেই সমস্যা, ভিডিও করলেই অপরাধ। শ্বশুরের সেবা না করলেও তার অভিযোগ। এসবের মানে কী? স্ত্রী কি শুধুই সেবিকা?"

তসলিমা লিখেছেন, "এমন নারীবিদ্বেষী মানসিকতা থেকেই মানুষ শিখছে স্ত্রী মানেই চাকরানি, মানেই দাসী। স্বামী যা বলবে, স্ত্রী তাই করবে। স্বামী যদি পরকীয়া করেও, স্ত্রীকে পতিব্রতা হতে হবে। এই শিক্ষা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে।"

সবশেষে রিয়ামনিকে উদ্দেশ্য করে তসলিমা লিখেছেন, "রিয়ামনি, আমি বিশ্বাস করি, তুমি সাহস করে নিজের পরিচয়, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে। এই কুসংস্কারাচ্ছন্ন সমাজে লোকে কী বলবে, তা ভেবে পিছিয়ে যেয়ো না।"

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে