ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

জামায়াতে যোগ দিয়ে বিপাকে বিএনপি নেতা 

২০২৫ এপ্রিল ২১ ০৯:১০:৩৪
জামায়াতে যোগ দিয়ে বিপাকে বিএনপি নেতা 

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএনপি।

রোববার (২০ এপ্রিল) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে দুপুরে জেলা বিএনপির এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আলী হোসেন দলীয় আদর্শ ও শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এজন্য তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে আলী হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন এবং সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুগত্য প্রকাশ করেন।

স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন ছাত্রদল ও যুবদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। পরে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং বর্তমান কমিটিতে সহসভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি এক সময় জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বহিষ্কারের বিষয়ে মো. আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আদর্শ পরিবর্তন করে ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া বিএনপির নীতিমালার পরিপন্থী। কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।’

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে