ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

এস আলমের জমি ও কারখানা নিলামে তুলছে ইসলামী ব্যাংক

২০২৫ এপ্রিল ২০ ২৩:৩৫:২৪
এস আলমের জমি ও কারখানা নিলামে তুলছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ের উদ্দেশ্যে চিনিকলসহ ১১ একর সম্পত্তির নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা রোববার (২০ এপ্রিল) পত্রিকায় এই নিলামের জন্য দরপত্র আহ্বান করে।

চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রাহক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের ওপর থেকে ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত ডিভিডেন্ডসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার পাওনা রয়েছে। এই পাওনা আদায়ের জন্য অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা অনুযায়ী বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তিনটি রেজিস্টার্ড মর্টগেজ চুক্তি অনুযায়ী মোট ১০.৯৩ একর জমি এবং সেই জমির ওপর নির্মিত কারখানা, মেশিনারিজ, অফিস বিল্ডিংসহ অন্যান্য স্থাপনা নিলামে তোলা হচ্ছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে ২০১৪ সালের ১৩ ও ১৬ মার্চের ৩৭৪৬ নম্বর, ২০১৩ সালের ২৮ ও ২৯ মে প্রকাশিত ৮০৫৭ নম্বর এবং ২০১৩ সালের ১৪ ও ১৫ জুলাইয়ের ৩৩২৭ নম্বর রেজিস্টার্ড মর্টগেজ চুক্তি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে