ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন করে বাংলাদেশকে সুখবর দিলো চীন

২০২৫ এপ্রিল ২০ ১৭:৪২:১৫
নতুন করে বাংলাদেশকে সুখবর দিলো চীন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাস্থ্য খাত চীনের জন্য একটি সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. নূরজাহান বেগম। তিনি জানান এই খাতের উন্নয়নে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে।

রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকেই আমদানি করেছে। ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীন সম্মতি দিয়েছে এবং ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ নিয়েও আলোচনা চলছে।

চিকিৎসাসেবায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য পর্যটন চালুর প্রস্তুতির কথাও জানান তিনি। এতে ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের নাগরিকরা চীন ভ্রমণ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ ব্যবস্থা এবং হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। অপরদিকে, বাংলাদেশের বিশাল জনসংখ্যা ও ক্রমবর্ধমান চাহিদা চীনকে স্বাস্থ্যসেবা সরঞ্জাম ও ওষুধের একটি লাভজনক বাজার দেবে।

উল্লেখ্য চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে যৌথ সহযোগিতার নতুন অধ্যায় সূচনার আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে