ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে

২০২৫ এপ্রিল ২০ ১৩:৪৯:৫৮
শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

রবিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে” এবং “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায়, ঢাকা-১৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল বের করে।

সেই মিছিলে ‘আওয়ামী লীগের রাজপথে অবস্থান’ নিয়ে ছাত্র ও সাধারণ জনগণের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর প্রতিবাদে ওই দিনই উত্তরায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতার একটি অংশ, যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিও জানান।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে