ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

ঋণের কিস্তি ছাড়ে আইএমএফের কঠিন শর্ত

২০২৫ এপ্রিল ২০ ১২:৪৯:০৪
ঋণের কিস্তি ছাড়ে আইএমএফের কঠিন শর্ত

নিজস্ব প্রতিবেদক: ঋণের কিস্তি ছাড়ের আগে আইএমএফের কঠিন শর্তের মুখে বাংলাদেশ, অভ্যন্তরীণ রাজস্ব আয়ের ওপর বাড়ছে চাপ। চলতি এপ্রিল মাসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে। তবে প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় সংস্থার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী, চলতি অর্থবছরের শেষ তিন মাসে দুই লাখ কোটি টাকার বেশি রাজস্ব এবং আগামী অর্থবছরে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা বাস্তবায়নে সরকারের ওপর বড় চাপ তৈরি করছে।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন কিছু ক্ষেত্রে আইএমএফের পরামর্শ গ্রহণযোগ্য হলেও রাজস্ব আদায় ও জ্বালানি ভর্তুকি সংক্রান্ত শর্তগুলো বাস্তবতাবিবর্জিত। তিনি সংস্থাটির সাথে এই বিষয়ে পুনরালোচনার প্রয়োজনীয়তার কথা বলেন। এদিকে গবেষক ড. মাহফুজ কবীর আশঙ্কা প্রকাশ করে বলেন, অতিরিক্ত কর আরোপ করা হলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এবং তা অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারে যার দায়ভার আইএমএফ নেবে না। তিনি আরও বলেন উন্নত দেশগুলো এখনও ভর্তুকি চালু রেখেছে অথচ বাংলাদেশের ওপর তা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে যা বর্তমান সংকটময় বাস্তবতায় অনুচিত।

যদিও সরকার বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে তুলনামূলক স্বস্তিদায়ক তাই ঋণের কিস্তি ছাড় নিয়ে তারা উদ্বিগ্ন নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন আইএমএফের কিস্তি ছাড় বিলম্বিত হলে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ঋণ পাওয়াও অনিশ্চিত হয়ে পড়তে পারে। ফলে এই কঠিন শর্ত বাস্তবায়নের চাপে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে