ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

জানা গেলো জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ

২০২৫ এপ্রিল ২০ ১০:২৭:৪২
জানা গেলো জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সরকারি ঘনিষ্ঠ সূত্র। যদিও বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরে মধ্যেই ভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে, তবে বর্তমান বাস্তবতায় এপ্রিলকেই সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ আলোচনা অনুযায়ী মার্চ-এপ্রিল সময়টাই হবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ও সাংবিধানিকভাবে সুবিধাজনক।

নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হওয়ার পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ:

জানুয়ারি–মার্চ:

এ সময় ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

২ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়ে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

ফেব্রুয়ারি–মার্চ:

রমজান ও ঈদুল ফিতর পড়েছে এই সময়।

ধর্মীয় আবহে নির্বাচন আয়োজন যথেষ্ট জটিল।

এপ্রিল:

রোজা ও ভোটার তালিকা কার্যক্রম শেষে স্বাভাবিক পরিবেশে ভোট আয়োজন সম্ভব।

আবহাওয়াও তুলনামূলক সহনীয় থাকে।

নির্বাচন কমিশনের প্রস্তুতি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জুন-জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে:

নতুন রাজনৈতিক দল নিবন্ধন,

নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ,

প্রাথমিক বাজেট ও প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সূত্র বলছে, সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে এপ্রিলকে সম্ভাব্য সময়সীমা হিসেবে আলোচনা করেছেন।

রাজনৈতিক দলগুলোর অবস্থান

বিএনপি:

ডিসেম্বরের মধ্যেই ভোট চায়। সম্প্রতি ইউনূসের সঙ্গে বৈঠকে স্পষ্ট রোডম্যাপ দাবি করেছে।আশ্বাস না পেয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে।

জামায়াত:

রমজানের আগে ভোট আয়োজনের পক্ষে।

এনসিপি:

রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোট পেছানোর পক্ষে।

জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় করেছে। তবে এখনো কোনো পরিষ্কার ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি।

অতীতের নির্বাচনের সময়

২০০৮, ২০১৪, ২০১৮ – ভোট হয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে

তবে ব্যতিক্রম ছিল ১৯৮৬ (মে মাস) ও ১৯৯৬ (জুন মাস)।

যদিও সরকারিভাবে এখনো নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি, তবে সব ধরনের প্রস্তুতি ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২৬ সালের এপ্রিলেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যেই এই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে