ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

অসহায় পিতাকে খাওয়ার দেওয়ায় যা করলো পাষণ্ড সন্তান

২০২৫ এপ্রিল ১৯ ১৯:৩০:২৮
অসহায় পিতাকে খাওয়ার দেওয়ায় যা করলো পাষণ্ড সন্তান

নিজস্ব প্রতিবেদক: অভিযুক্তরা হলেন জুয়েল হোসেন, মো. শান্ত, মো. রাকিব ও মো. রাসেল। এরমধ্যে জুয়েল ও শান্ত উত্তর বাঞ্চানগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

আহত বাবুল লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এমএলএসএস) অফিস সহকারী ও উত্তর বাঞ্চানগর ছেরাগ আলী জমাদার বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাবুল এবং অভিযুক্ত জুয়েল ও শান্ত সম্পর্কে প্রতিবেশী। জুয়েল-শান্ত তাদের বাবা ইসমাইলকে খাবার দেন না। প্রায়ই তারা তাকে মারধর করেন। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুঁটিনাটি কাজ করে দেন এবং খাবার খান। এতে বিভিন্ন সময় বাবুলকে শান্ত ও জুয়েল মারধরের হুমকি দেন। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনের চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালান।

চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গেলে রুবিকেও তারা মারধর করেন। একপর্যায়ে তারা বাবুলের কপালসহ শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তার শরীরে রক্তাক্ত জখম হয়।

রুবি আক্তার বলেন, ‘অসহায় ইসমাইলকে মাঝে মধ্যে খাবার খাওয়ানোর কারণেই তার ছেলেদের নেতৃত্বে আমার স্বামীর ওপর হামলা করা হয়। হামলাকারীরা কিশোর গ্যাং হিসেবে পরিচিতি। আশপাশের লোকজন ছুটে না এলে তারা আমার স্বামীকে মেরে ফেলতো।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে